3. আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত,আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।
4. হে যিরূশালেমের মেয়েরা,আমি তোমাদের অনুরোধ করে বলছি,তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো নাযতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
5. তার প্রিয়ের উপর ভর দিয়েমরু-এলাকা থেকে যে আসছে সে কে?আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম;তোমার মা ওখানেই প্রসব-যন্ত্রণা ভোগ করেতোমাকে জন্ম দিয়েছিলেন।
6. সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার অন্তরেআর তোমার হাতে রাখ;কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী,পাওনা ভালবাসার আগ্রহ মৃতস্থানের মতই হার মানে না।তা জ্বলন্ত আগুনের মতই জ্বলতে থাকে,জ্বলতে থাকে জোরালো শিখার মত।
7. বন্যার জলও ভালবাসাকে নিভাতে পারে না;সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে।ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয়তবে তা হবে খুবই তুচ্ছ।
8. আমাদের একটা ছোট বোন আছে,তার বুক দু’টা এখনও বড় হয় নি।সেদিন আমরা কি করবযেদিন তার বিয়ের কথাবার্তা হবে?
9. সে যদি দেয়াল হততবে আমরা তার উপরে রূপা দিয়েউঁচু পাহারা-ঘর তৈরী করতাম।যদি সে দরজা হততবে এরস কাঠের পাল্লা দিয়েআমরা তাকে বন্ধ করে রাখতাম।
10. আমি তো একটা দেয়াল,আর আমার বুক দু’টা উঁচু পাহারা-ঘরের মত।আমি তাঁর চোখে তেমনই হলামযা তৃপ্তি আনতে পারে।