পরমগীত 8:6 পবিত্র বাইবেল (SBCL)

সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার অন্তরেআর তোমার হাতে রাখ;কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী,পাওনা ভালবাসার আগ্রহ মৃতস্থানের মতই হার মানে না।তা জ্বলন্ত আগুনের মতই জ্বলতে থাকে,জ্বলতে থাকে জোরালো শিখার মত।

পরমগীত 8

পরমগীত 8:1-14