11. তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি, তা সম্পন্ন করবে এবং যে জন্য তা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধ হবে।
12. কারণ তোমরা আনন্দ সহকারে বাইরে যাবেএবং শান্তিতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে।পর্বত ও উপপর্বতগুলো তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করবেএবং ক্ষেতের সমস্ত গাছ হাততালি দেবে।
13. কাঁটাগাছের পরিবর্তে দেবদারু,কাঁটাঝোপের পরিবর্তে গুলমেঁদি উৎপন্ন হবে;আর তা মাবুদের কীর্তিস্বরূপ হবে,লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হবে।