কারণ তোমরা আনন্দ সহকারে বাইরে যাবেএবং শান্তিতে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে।পর্বত ও উপপর্বতগুলো তোমাদের সমক্ষে উচ্চৈঃস্বরে আনন্দগান করবেএবং ক্ষেতের সমস্ত গাছ হাততালি দেবে।