37. অবশালোম পালিয়ে গশূরের রাজা অম্মীহূদের ছেলে তল্ময়ের কাছে গেল। দায়ূদ কিন্তু তাঁর ছেলে অম্নোনের জন্য প্রতিদিন শোক করতে লাগলেন।
38. অবশালোম পালিয়ে গশূরে গিয়ে সেখানে তিন বছর রইল।
39. তার কাছে যাবার জন্য রাজা দায়ূদের খুব ইচ্ছা হল, কারণ অম্নোনের মৃত্যুর বিষয়ে রাজা সান্ত্বনা পেয়েছিলেন।