২ যোহন 1:11-13 পবিত্র বাইবেল (SBCL)

11. যে তাকে শুভেচ্ছা জানায় সে তার মন্দ কাজেরও ভাগ নেয়।

12. যদিও তোমাদের কাছে আমার অনেক কথা লিখবার ছিল তবুও কাগজ ও কালিতে তা লিখতে চাই না। তার চেয়ে আমি তোমাদের কাছে গিয়ে মুখোমুখি কথা বলবার আশা করি, যেন আমাদের আনন্দ পূর্ণ হয়।

13. ঈশ্বরের বাছাই করা তোমার বোনের ছেলেমেয়েরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।

২ যোহন 1