১ রাজাবলি 18:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. এর অনেক দিন পরে, বৃষ্টি না হওয়ার তৃতীয় বছরের সময় সদাপ্রভু এলিয়কে বললেন, “তুমি গিয়ে আহাবকে দেখা দাও। আমি দেশে বৃষ্টি পাঠিয়ে দিচ্ছি।”

2. কাজেই এলিয় আহাবকে দেখা দিতে গেলেন।তখন শমরিয়াতে ভীষণ দুর্ভিক্ষ চলছিল।

3. আহাব ওবদিয়কে ডেকে পাঠালেন। রাজবাড়ীর দেখাশোনার ভার ওবদিয়ের উপরে ছিল। সদাপ্রভুর উপর ওবদিয়ের ভক্তিপূর্ণ বিশ্বাস খুব বেশী ছিল।

১ রাজাবলি 18