1. রাজবাড়ীতে বাস করবার সময় একদিন দায়ূদ নবী নাথনকে বললেন, “আমি এখন এরস কাঠের ঘরে বাস করছি কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি রয়েছে একটা তাম্বুর মধ্যে।”
2. উত্তরে নাথন দায়ূদকে বললেন, “আপনার মনে যা আছে আপনি তা-ই করুন; ঈশ্বর আপনার সংগে আছেন।”
3. সেই রাতে ঈশ্বরের বাক্য নাথনের কাছে উপস্থিত হলেন; তিনি বললেন,
4. “তুমি গিয়ে আমার দাস দায়ূদকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমার থাকবার ঘর তুমি তৈরী করবে না।