১ বংশাবলি 16:24-29 পবিত্র বাইবেল (SBCL)

24. বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমাঘোষণা কর;সমস্ত লোকের মধ্যে তাঁর সবআশ্চর্য কাজের কথা ঘোষণা কর।

25. সদাপ্রভুই মহান এবং সবার উপরেপ্রশংসার যোগ্য;সব দেব-দেবতার চেয়ে তিনি বেশীভয় জাগান।

26. বিভিন্ন জাতির দেব-দেবতারা অসার মাত্র,কিন্তু সদাপ্রভু মহাকাশের সৃষ্টিকর্তা।

27. তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা;তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।

28. হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী,স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।

29. তোমরা স্বীকার কর সমস্ত গৌরব সদাপ্রভুর;উৎসর্গের জিনিস নিয়ে তাঁর সামনে এস।সদাপ্রভুর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁকে শ্রদ্ধা জানাও।

১ বংশাবলি 16