9. কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান।
10. কূশের একটি ছেলে হয়েছিল যাঁর নাম ছিল নিম্রোদ। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
17. শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম। অরামের ছেলেরা হল ঊষ, হূল, গেথর ও মেশেক।
18. অর্ফক্ষদের ছেলে শেলহ এবং শেলহের ছেলে এবর।
19. এবরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল পেলগ; তার সময়ে পৃথিবী ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন।
24. এই হল শেমের বংশ-তালিকা: শেমের ছেলে অর্ফক্ষদ, অর্ফক্ষদের ছেলে শেলহ,
32. অব্রাহামের উপস্ত্রী কটূরার ছেলেরা হল সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ। যক্ষণের ছেলেরা হল শিবা ও দদান।
33. মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্দায়া। এরা সবাই ছিল কটূরার ছেলে ও নাতি।
34. অব্রাহামের ছেলে ইস্হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।
35. এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ।
36. ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্নার গর্ভে অমালেক।
37. রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
38. সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।