3. যেরদের ছেলে হনোক, হনোকের ছেলে মথূশেলহ, মথূশেলহের ছেলে লেমক ও লেমকের ছেলে নোহ।
4. নোহের ছেলেরা হল শেম, হাম ও যেফৎ।
5. যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।
6. গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম।
7. যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।
51-54. পরে হদদের মৃত্যু হয়েছিল।ইদোমের সর্দারেরা ছিলেন তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন, কনস, তৈমন, মিব্সর, মঝীয়েল ও ঈরম।