4. “ওহে লোকেরা, আমি তোমাদের ডাকছি,সমস্ত মানুষের কাছে জোর গলায় বলছি।
5. বোকা লোকেরা, চালাক হবার বুদ্ধি লাভ কর;বিবেচনাহীন লোকেরা, বিচারবুদ্ধি লাভ কর।
6. শোন, আমি উপযুক্ত কথা বলব,সঠিক কথা বলবার জন্য আমার মুখ খুলব।
7. আমি সত্যি কথা বলব;খারাপ কথা আমার কাছে জঘন্য লাগে,তাই আমি তা বলব না।
8. আমার মুখের সমস্ত কথাই ঠিক,তার মধ্যে বাঁকা কথা বা কুটিলতা নেই।