হিতোপদেশ 7:23-27 পবিত্র বাইবেল (SBCL)

23. পাখী যেমন তাড়াতাড়ি ফাঁদে পড়তে যায়আর শেষে তার কলিজায় তীর বিঁধে যায়,তেমনি করে সেই লোক জানেও না যে, এতে তার প্রাণ যাবে।

24. ছেলেরা আমার, এখন তোমরা আমার কথা শোন,আমি যা বলি তাতে কান দাও।

25. তোমাদের মনকে সেই স্ত্রীলোকের পথে যেতে দিয়ো না,তোমরা তার পথে ঘুরে বেড়ায়ো না;

26. কারণ সে অনেকের সর্বনাশ করেছে,আর যাদের সে শেষ করে দিয়েছে তারা সংখ্যায় অনেক।

27. তার ঘরটা হল মৃতস্থানে যাবার পথ,যে পথ মৃত্যুর ঘরে নেমে গেছে।

হিতোপদেশ 7