19. আমার স্বামী বাড়ীতে নেই, তিনি দূরে যাত্রা করেছেন;
20. তিনি থলি ভরে টাকা নিয়েছেন,পূর্ণিমার আগে ঘরে ফিরবেন না।”
21. মন ভুলানো কথাবার্তার দ্বারা সে তাকে বিপথে নিয়ে গেল,মিষ্টি কথায় তাকে ভুলিয়ে নিল,
22. আর সে তখনই সেই স্ত্রীলোকের পিছনে গেল।গরু যেমন করে জবাই হতে যায়,শিকলে বাঁধা অসাড়-বিবেক লোক যেমন তার শাস্তি পেতে যায়,