হিতোপদেশ 6:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. হে অলস, আর কতকাল তুমি শুয়ে থাকবে?কখন ঘুম থেকে উঠবে?

10. তুমি বলে থাক, “আর একটু ঘুম, আর একটু ঘুমের ভাব,বিশ্রামের জন্য আর একটুক্ষণ হাত গুটিয়ে রাখি।”

11. কিন্তু বারে বারে অতিথি আসলে কিম্বা অস্ত্রশস্ত্রে সাজাদস্যুর হাতে পড়লে যেমন অভাব আসে,ঠিক তেমনি করে তোমারও অভাব আসবে।

হিতোপদেশ 6