1. ছেলে আমার, আমি যে জ্ঞানের কথা বলছি তা ভাল করে শোন;আমার বিচারবুদ্ধির কথায় কান দাও।
2. তাতে তুমি ভাল-মন্দ বুঝবার শক্তি রক্ষা করতে পারবে,আর তোমার মুখ থেকে জ্ঞানের কথা বের হবে।
3. ব্যভিচারিণীর ঠোঁট থেকে যেন মধু ঝরে পড়ে,তার কথাবার্তা তেলের চেয়েও মোলায়েম;