4. তা করলে ঈশ্বর ও মানুষের সামনেতুমি দয়া ও সুনাম লাভ করবে।
5. তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর;তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না।
6. তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ;তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন।
7. তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না;সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, মন্দ থেকে দূরে যাও।
8. তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে।
9. তোমার ধন-সম্পদ দিয়েআর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করেতুমি সদাপ্রভুকে সম্মান দেখাও;
10. তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবেআর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্চে পড়বে।
11. ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না,তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না;