হিতোপদেশ 3:26-33 পবিত্র বাইবেল (SBCL)

26. কারণ তুমি সদাপ্রভুর উপরে নির্ভর করবে,আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন।

27. যারা উপকার পাবার উপযুক্ততাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবেতখন তা করতে তুমি অস্বীকার কোরো না।

28. সাহায্য করবার ক্ষমতা তোমার হাতে থাকলে কাউকে বোলো না,“যাও, পরে এসো, কালকে করব।”

29. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে কোন কুমতলব কোরো না,সে তো তোমার পাশে নিশ্চিন্তে বাস করে।

30. যে লোক তোমার কোন ক্ষতি করে নি,বিনা কারণে তাকে দোষী কোরো না।

31. কোন অত্যাচারী লোককে দেখে হিংসায় জ্বলতে থেকো না,কিম্বা তার কোন পথও তুমি বেছে নিয়ো না;

32. কারণ বাঁকা পথে যাওয়া মানুষকে সদাপ্রভু ঘৃণা করেন,কিন্তু খাঁটি অন্তরের লোকের সংগে তিনি যোগাযোগ রাখেন।

33. দুষ্ট লোকের ঘরের উপর সদাপ্রভুর অভিশাপ থাকে,কিন্তু ঈশ্বরভক্তদের বাড়ীকে তিনি আশীর্বাদ করেন।

হিতোপদেশ 3