হিতোপদেশ 26:7-11 পবিত্র বাইবেল (SBCL)

7. খোঁড়া লোকের ঝুলতে থাকা পা যেমন অকেজো,বিবেচনাহীনের মুখে সৎ উপদেশও তেমনি।

8. যে লোক গুল্‌তিতে পাথর বেঁধে রাখেসে এমন লোকের মত যে বিবেচনাহীনকে সম্মান করে।

9. মাতালের হাতে ফুটে যাওয়া কাঁটা যেমন,তেমনি বিবেচনাহীনের মুখে সৎ উপদেশ।

10. একজন ধনুকধারী যেমন এলোপাতাড়ি তীর ছুঁড়েসকলকে ক্ষতবিক্ষত করে,তেমনি সেই লোক, যে বিবেচনাহীনকেকিম্বা পথের লোককে কাজে লাগায়।

11. কুকুর যেমন নিজের বমির দিকে ফেরে,তেমনি বিবেচনাহীন লোকও আবার বোকামি করে।

হিতোপদেশ 26