16. যারা চিন্তা-ভাবনা করে উত্তর দেয় তেমন সাতজন লোকের চেয়েঅলস নিজেকে জ্ঞানী বলে মনে করে।
17. পথে যেতে যেতে যে লোকঅন্যের ঝগড়ার মধ্যে নিজের নাক গলায়,সে এমন লোকের মত যে কুকুরের কান ধরে।
18. যে পাগল জ্বলন্ত কাঠ বা তীর ছোঁড়েযার ফলে মৃত্যু হতে পারে সেই পাগল যেমন,
19. তেমনি সেই লোক যে প্রতিবেশীর সংগে ছলনা করেআর বলে, “আমি কেবল তামাশা করছিলাম।”
20. আগুনে কাঠ না দিলে আগুন নিভে যায়;নিন্দাকারী না থাকলে ঝগড়াও মিটে যায়।