20. কারণ দুষ্ট লোকের ভবিষ্যতের কোন আশা নেই,আর মন্দ লোকদের জীবন-বাতি নিভে যাবে।
21. ছেলে আমার, সদাপ্রভু ও রাজাকে ভক্তি কর,আর বিদ্রোহীদের সংগে যোগ দিয়ো না;
22. কারণ তাদের উপর হঠাৎ ধ্বংস আসবে,আর সদাপ্রভু ও রাজার কাছ থেকে কেমন বিপদ আসবেতা কে জানে?
23. এগুলোও জ্ঞানীদের বলা কথা।বিচারে কারও পক্ষ নেওয়া ভাল নয়।