16. কারণ ঈশ্বরভক্ত লোক সাত বার পড়ে গেলেও আবার ওঠে,কিন্তু দুষ্টদের দুর্দশা আসলে তারা একেবারে ভেংগে পড়ে।
17. তোমার শত্রু পড়ে গেলে আনন্দ বোধ কোরো না;সে উছোট খেলে তোমার অন্তরকে আনন্দিত হতে দিয়ো না।
18. যদি তা কর তাহলে সদাপ্রভু তা দেখে অসন্তুষ্ট হবেন,আর শত্রুর উপর থেকে তাঁর ভীষণ অসন্তোষ সরিয়ে নেবেন।