25. তা করলে তুমি তার মত চলাফেরা করতে শিখবেআর নিজেকে ফাঁদে ফেলবে।
26. হাতে হাত রেখে কারও ঋণের জামিন হোয়ো না;
27. তুমি যদি তা শোধ দিতে না পারতবে তোমার গায়ের নীচ থেকেতোমার বিছানাটা পর্যন্ত কেড়ে নেওয়া হবে।
28. তোমার পূর্বপুরুষেরা সীমানার যে চিহ্ন-পাথরস্থাপন করে গেছেন,সেই চিহ্ন তুমি সরিয়ে দিয়ো না।