হিতোপদেশ 18:11-20 পবিত্র বাইবেল (SBCL)

11. ধনীদের ধনই তাদের দেয়াল-ঘেরা শহর;তাদের ধনকেই তারা মনে করে রক্ষাকারী দেয়াল।

12. মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে,কিন্তু নম্রতা সম্মান আনে।

13. শুনবার আগেই যে লোক উত্তর দেয়তার পক্ষে তা বোকামি ও লজ্জার বিষয়।

14. দুর্বলতার সময় মনের বলই মানুষকে ধরে রাখে,কিন্তু ভাংগা মন কে সহ্য করতে পারে?

15. যার মনে বিচারবুদ্ধি আছে সে জ্ঞান লাভ করে,আর জ্ঞানীদের কান জ্ঞানের খোঁজ করে।

16. উপহার মানুষের জন্য পথ করে দেয়আর বড়লোকদের সামনে তাকে উপস্থিত করে।

17. মকদ্দমার সময়ে যে প্রথমে নিজের পক্ষে কথা বলেতার কথা সত্যি মনে হয়,যতক্ষণ না আর একজন এসে তাকে জেরা করে।

18. গুলিবাঁট করে ঝগড়া বন্ধ করা হয়আর দুই বলবান পক্ষের মধ্যে মীমাংসা করা হয়।

19. ভাইয়ের দ্বারা অপমানিত হওয়া ভাইশক্তিশালী শহরের চেয়েও শক্ত;আর ঝগড়া-বিবাদ রাজবাড়ীর ফটকের শক্ত হুড়কার মত।

20. মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করেতাতে তার অন্তর ভরে যায়;তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে।

হিতোপদেশ 18