7. নীচমনা লোকের পক্ষে বড় বড় কথা বলা মানায় না,আবার উঁচু পদের লোকের পক্ষেও মিথ্যা কথা বলা মানায় না।
8. যে লোক ঘুষ দেয় তার কাছে ওটা সৌভাগ্যের পাথরের মত;সে যে দিকে ফেরে সেই দিকেই সফল হয়।
9. যে লোক অন্যায় ঢাকা দেয় সে ভালবাসা বাড়িয়ে তোলে,কিন্তু যে তা বলে বেড়ায় সে বন্ধুত্বে ভাংগন ধরায়।
10. বিবেচনাহীনের কাছে চাবুকের একশোটা ঘা যত না লাগে,একবার বকুনি খেলে বুদ্ধিমানের তার চেয়ে বেশী লাগে।
11. বিদ্রোহী কেবলই মন্দের দিকে ঝোঁকে;তার বিরুদ্ধে একজন নিষ্ঠুর দূতকে পাঠানো হবে।
12. যে বিবেচনাহীন লোক বোকামির মধ্যে পড়ে আছেতার সংগে দেখা হওয়ার চেয়েবাচ্চা চুরি হওয়া ভাল্লুকের সংগে দেখা হওয়া বরং ভাল।
13. যে লোক উপকারের বদলে অপকার করে,অপকার কখনও তার বাড়ী ছাড়বে না।
14. ঝগড়া শুরু করা বাঁধ-ভাংগা জলের মত,তাই তর্কাতর্কির শুরুতেই তা বাদ দিয়ো।