হিতোপদেশ 17:17-20 পবিত্র বাইবেল (SBCL)

17. বন্ধু সব সময়েই ভালবাসে,আর ভাই থাকে দুর্দশার সময়ে সাহায্য করবার জন্য।

18. যে লোকের বিচারবুদ্ধির অভাব আছেসে হাতে হাত মিলিয়ে চুক্তি করে আর বন্ধুর জামিন হয়।

19. যে লোক বিরুদ্ধ মনোভাব নিয়ে থাকতে ভালবাসেসে ঝগড়া করতে ভালবাসে;যে লোক বড়াই করে সে ধ্বংস ডেকে আনে।

20. যে লোকের অন্তর কুটিল তার মংগল হয় না;যে লোক ছলনার কথা বলে সে বিপদে পড়ে।

হিতোপদেশ 17