31. যে লোক গরীবের উপর অত্যাচার করেসে তার সৃষ্টিকর্তাকে অপমান করে,কিন্তু যে লোক অভাবীকে দয়া করেসে তার সৃষ্টিকর্তাকে সম্মান করে।
32. দুষ্টদের অন্যায় কাজ তাদের পতন ঘটায়,কিন্তু ঈশ্বরভক্ত লোকদের মৃত্যুর সময়েও আশা থাকে।
33. যাদের বিচারবুদ্ধি আছে তাদের অন্তরে জ্ঞান শান্তভাবে থাকে,কিন্তু বিবেচনাহীনেরা তাদের জ্ঞানজাহির করবার জন্য ব্যস্ত হয়।
34. ঈশ্বরের প্রতি ভক্তি জাতিকে সম্মানিত করেকিন্তু পাপ জাতিকে অসম্মানে ফেলে।