3. যে তার মুখ সাবধানে রাখে সে তার প্রাণ রক্ষা করে,কিন্তু যে অসাবধানে কথা বলে তার সর্বনাশ হয়।
4. অলস পেতে চায় কিন্তু কিছুই পায় না,কিন্তু পরিশ্রমী লোকেরা তাদের চাওয়ার অতিরিক্ত পায়।
5. ঈশ্বরভক্ত লোক মিথ্যাকে ঘৃণা করে,কিন্তু দুষ্ট লোক লজ্জা ও দুর্নামের কারণ হয়।