3. ঈশ্বর তৈমন থেকে আসছেন,সেই পবিত্রজন পারণ পাহাড় থেকে আসছেন।[সেলা]তাঁর মহিমা আকাশ ছেয়ে যায়;পৃথিবী তাঁর প্রশংসায় পরিপূর্ণ।
4. সূর্যের মতই তাঁর উজ্জ্বলতা;তাঁর হাত থেকে আলো ঠিক্রে পড়ে,সেখানে তাঁর শক্তি লুকানো আছে।
5. তাঁর আগে আগে যাচ্ছে মড়ক;তাঁর পিছনে পিছনে চলছে রোগ।
6. তিনি দাঁড়িয়ে পৃথিবীকে নাড়া দিচ্ছেন;তিনি তাকিয়ে জাতিদের কাঁপিয়ে তুলছেন।পুরানো দিনের পাহাড়-পর্বত টুকরা টুকরা হয়ে যাচ্ছেআর পুরানো যুগের পাহাড়গুলো ভেংগে পড়ছে।অনন্তকাল থেকে তার পথের কোন পরিবর্তন নেই।
7. আমি কূশনের লোকগুলোকে দুর্দশার মধ্যে দেখলাম,আর দেখলাম মিদিয়নের বাসিন্দারা কাঁপছে।