8. রূপাও আমার, সোনাও আমার।
9. আগেকার ঘরের জাঁকজমকের চেয়ে এখনকার ঘরের জাঁকজমক আরও বেশী হবে। এই জায়গায় আমি মংগল নিয়ে আসব। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’ ”
10. দারিয়াবসের রাজত্বের দ্বিতীয় বছরের নবম মাসের চব্বিশ দিনের দিন সদাপ্রভু নবী হগয়কে বললেন,