লেবীয় পুস্তক 20:1-2-3 পবিত্র বাইবেল (SBCL)

1-2. তারপর সদাপ্রভু মোশিকে ইস্রায়েলী-য়দের এই কথা বলতে বললেন, “কোন ইস্রায়েলীয় কিম্বা ইস্রায়েলীয়দের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি মোলক দেবের কাছে তার কোন ছেলে বা মেয়ে উৎসর্গ করে তবে সেই লোককে মেরে ফেলতে হবে। দেশের লোকেরাই যেন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলে।

3. তার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে আমি তাকে মুছে ফেলব, কারণ মোলক দেবের কাছে তার সন্তান উৎসর্গ করে সে আমার পবিত্র তাম্বু অশুচি করেছে এবং আমার পবিত্র নামের পবিত্রতা নষ্ট করেছে।

লেবীয় পুস্তক 20