লূক 4:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. তখন শয়তান যীশুকে যিরূশালেমে নিয়ে গেল আর উপাসনা-ঘরের চূড়ার উপরে তাঁকে দাঁড় করিয়ে বলল, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এখান থেকে লাফ দিয়ে নীচে পড়,

10. কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে,তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেনযেন তাঁরা তোমাকে রক্ষা করেন।

11. তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেনযাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।”

লূক 4