লূক 24:37-43 পবিত্র বাইবেল (SBCL)

37. তাঁরা ভূত দেখছেন ভেবে খুব ভয় পেলেন।

38. যীশু তাঁদের বললেন, “কেন তোমরা অস্থির হচ্ছ আর কেনই বা তোমাদের মনে সন্দেহ জাগছে?

39. আমার হাত ও পা দেখ। দেখ, এ আমি। আমাকে ছুঁয়ে দেখ, কারণ ভূতের তো আমার মত হাড়-মাংস নেই।”

40. এই কথা বলে যীশু তাঁর হাত ও পা তাঁদের দেখালেন।

41. কিন্তু তাঁরা এত আশ্চর্য ও আনন্দিত হয়েছিলেন যে, বিশ্বাস করতে পারছিলেন না। তখন যীশু তাঁদের বললেন, “তোমাদের এখানে কি কোন খাবার আছে?”

42. তাঁরা তাঁকে এক টুকরা ভাজা মাছ দিলেন।

43. তিনি তা নিয়ে তাঁদের সামনেই খেলেন।

লূক 24