যিহোশূয় 7:22-25 পবিত্র বাইবেল (SBCL)

22. এই কথা শুনে যিহোশূয় লোক পাঠিয়ে দিলেন। তারা দৌড়ে সেই তাম্বুর মধ্যে গিয়ে দেখল সেখানে জিনিসগুলো লুকানো রয়েছে, আর সব কিছুর নীচে রয়েছে রূপা।

23. তারা সেগুলো তাম্বু থেকে বের করে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েলীয়দের কাছে নিয়ে আসল এবং সদাপ্রভুর সামনে সেগুলো বিছিয়ে রাখল।

24. পরে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েলীয়েরা সেরহের বংশধর আখনকে নিয়ে আখোর উপত্যকায় গেল। তারা সংগে নিল সেই রূপা, কাপড়, সোনার খণ্ড, আখনের ছেলেমেয়ে, তার গরু-গাধা-ভেড়া, তার তাম্বু আর তার যা কিছু ছিল সব।

25. তারপর যিহোশূয় বললেন, “কেন তুমি আমাদের উপর এই বিপদ ডেকে আনলে? আজ সদাপ্রভুও তোমার উপর বিপদ আনবেন।”তখন সমস্ত ইস্রায়েলীয়েরা প্রথমে আখনকে ও পরে তার পরিবারের সবাইকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তারপর সব কিছু সুদ্ধ তাদের পুড়িয়ে ফেলল।

যিহোশূয় 7