যিহোশূয় 19:48-51 পবিত্র বাইবেল (SBCL)

48. এই সব শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম দান-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি হল।

49-50. দেশটা ভাগ করে দেওয়া শেষ হয়ে গেলে পর ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর আদেশ অনুসারে নূনের ছেলে যিহোশূয়কে দেশের মধ্যে একটা সম্পত্তি দিল। তারা তাঁকে ইফ্রয়িম-গোষ্ঠীর জায়গার মধ্যে পাহাড়ী এলাকার তিম্নৎ-সেরহ গ্রামটা দিল। তিনি ঐ গ্রামটাই চেয়েছিলেন। সেটা নতুনভাবে তৈরী করে নিয়ে যিহোশূয় সেখানে বাস করতে লাগলেন।

51. পুরোহিত ইলিয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর বংশ-কর্তারা শীলোতে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে গুলিবাঁট করে এই সব জায়গাগুলোই ঠিক করে দিয়েছিলেন। এইভাবেই তাঁরা দেশটা ভাগ করবার কাজ শেষ করলেন।

যিহোশূয় 19