তারপর সেটা রামার দিকে ঘুরে দেয়াল-ঘেরা সোর শহরে চলে গেল। তারপর সেটা হোষার দিকে ঘুরে অক্ষীব এলাকা, উম্মা, অফেক ও রহোবের কাছে ভূমধ্য সাগরে গিয়ে পড়ল। আশের-গোষ্ঠীর ভাগে বাইশটা শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম পড়ল।