4. মিদিয়নের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে,তেমনি করেই তুমি চুরমার করে দেবেসেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে,সেই লাঠি, যা তাদের আঘাত করে,সেই জাতি, যে তাদের উপর অত্যাচার করে।
5. যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
6. এই সমস্ত হবে,কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন,একটি পুত্র আমাদের দেওয়া হবে।শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে,আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর,চিরস্থায়ী পিতা, শান্তির রাজা।
7. তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না।তিনি দায়ূদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে রাজত্ব করবেন;তিনি সেই সময় থেকে চিরকালের জন্যন্যায়বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেনও স্থির করবেন।সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গভীর আগ্রহে এই সমস্ত করবেন।
8. যাকোবের বিরুদ্ধে প্রভু একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইস্রায়েলের উপর ঘটবে।