13. “লেবাননের গৌরব তোমার কাছে আসবে;আমার পবিত্র জায়গা সাজাবার জন্যআসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ;আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
14. তোমাকে যারা অত্যাচার করততাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে;যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই তোমাকে প্রণাম করবেআর তোমাকে সদাপ্রভুর শহর,ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।
15. “যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল,কেউ তোমার মধ্য দিয়ে যেত না,তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্রআর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।