1. সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম,ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে;সদাপ্রভুর মহিমা তোমাকে আলো দিচ্ছে।
2. দেখ, পৃথিবী আঁধারে ঢেকে গেছেআর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার,কিন্তু সদাপ্রভু তোমার উপরে আলো দেবেনআর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
3. জাতিরা তোমার আলোর কাছে আসবে;রাজারা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।
4. “তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ,তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার ছেলেরা দূর থেকে আসছেআর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।