যিরমিয় 22:29-30 পবিত্র বাইবেল (SBCL)

29. হে দেশ, দেশ, দেশ, সদাপ্রভুর বাক্য শোন।

30. সদাপ্রভু বলছেন, “তুমি লেখ, এই লোকটির যেন কোন ছেলেমেয়ে নেই। সে তার জীবনকালে সফল হতে পারবে না আর তার কোন সন্তানও সফল হবে না। তাদের কেউ দায়ূদের সিংহাসনে বসবে না কিম্বা যিহূদা দেশের উপর রাজত্ব করবে না।”

যিরমিয় 22