যাত্রাপুস্তক 39:27-29 পবিত্র বাইবেল (SBCL)

27. হারোণ ও তাঁর ছেলেদের জন্য মসীনা সুতা দিয়ে জামা বোনা হল।

28. তাদের পাগড়ি ও মাথার টুপি মসীনা সুতা দিয়ে তৈরী করা হল আর জাংগিয়া তৈরী করা হল পাকানো মসীনা সুতা দিয়ে।

29. তাদের কোমর-বাঁধনি পাকানো মসীনা সুতা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে তৈরী করা হল। এটা একটা নক্‌শা করা জিনিস। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।

যাত্রাপুস্তক 39