22. কুঁড়ি এবং ডাল সবই বাতিদান থেকে বের হয়ে আসল এবং সমস্তটা মিলে একটা জিনিসই হল। সবটাই খাঁটি সোনা পিটিয়ে তৈরী করা হল।
23. খাঁটি সোনা দিয়ে সাতটা প্রদীপ, সল্তে পরিষ্কার করবার চিম্টা ও সল্তের পোড়া অংশ রাখবার জন্য কয়েকটা পাত্র তৈরী করা হল।
24. ত্রিশ কেজি খাঁটি সোনা দিয়ে এই বাতিদানটা ও তার সব জিনিসপত্র তৈরী করা হল।