27. “হারোণ ও তার ছেলেদের পুরোহিত-পদে বহাল-অনুষ্ঠানের ভেড়াটা থেকে নেওয়া দোলন-উৎসর্গের মাংস এবং উৎসর্গ করা ঊরুর মাংস সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখবে।
28. এইভাবে ইস্রায়েলীয়দের করা সব যোগাযোগ-উৎসর্গের এই অংশগুলো সব সময় হারোণ ও তার ছেলেদের দেওয়া হবে। এই অংশগুলোই হবে সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীয়দের দান।
29. “হারোণের পবিত্র পোশাকগুলো তার বংশধরেরা পাবে। এগুলো পরিয়েই তাদের অভিষেক ও পুরোহিতের পদে বহাল করতে হবে।
30. হারোণের পরে তার যে ছেলে পুরোহিত হয়ে মিলন-তাম্বুর পবিত্র স্থানে সেবা করতে যাবে তাকে সাত দিন পর্যন্ত এই পোশাক গায়ে রাখতে হবে।
31. “বহাল-অনুষ্ঠানের এই ভেড়াটার মাংস নিয়ে একটা পবিত্র জায়গায় সিদ্ধ করতে হবে।