যাত্রাপুস্তক 29:13-16 পবিত্র বাইবেল (SBCL)

13. তারপর পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, মেটের উপরের অংশ এবং চর্বি সুদ্ধ বৃক্ক দু’টা নিয়ে বেদীর উপর পুড়িয়ে ফেলবে।

14. ষাঁড়টার মাংস, চামড়া এবং গোবর সুদ্ধ নাড়ীভুঁড়ি ইস্রায়েলীয়দের ছাউনি থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবে। এটা একটা পাপ-উৎসর্গ।

15. “তারপর সেই ভেড়া দু’টার একটা নিয়ে আসবে। হারোণ ও তার ছেলেরা সেই ভেড়াটার মাথার উপর তাদের হাত রাখবে।

16. এর পর ভেড়াটা কেটে তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।

যাত্রাপুস্তক 29