যাত্রাপুস্তক 28:41 পবিত্র বাইবেল (SBCL)

তোমার ভাই হারোণ ও তার ছেলেদের এই সব পোশাক পরিয়ে নিয়ে তুমি তাদের তেল দিয়ে অভিষেক করে পুরোহিতের পদে বহাল করবে। সদাপ্রভুর উদ্দেশ্যে তুমি তাদের আলাদা করে নেবে যাতে তারা পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে।

যাত্রাপুস্তক 28

যাত্রাপুস্তক 28:34-43