1. “তুমি ইস্রায়েলীয়দের মধ্য থেকে তোমার ভাই হারোণ ও তার ছেলে নাদব, অবীহূ, ইলীয়াসর এবং ঈথামরকে তোমার কাছে ডেকে পাঠাও। তারা পুরোহিত হয়ে আমার সেবা করবে।
2. সম্মান এবং সাজের উদ্দেশ্যে তোমার ভাই হারোণের জন্য তুমি পবিত্র পোশাক তৈরী করাবে।
11-12. কারিগরেরা যেমন দামী পাথর খোদাই করে সীলমোহর তৈরী করে ঠিক তেমনি করেই সেই দু’টা পাথরের উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করাতে হবে। পাথর দু’টা সোনার জালির উপর বসিয়ে এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দিতে হবে। এই দু’টি পাথর সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের তুলে ধরবে। সদাপ্রভু যাতে তাদের প্রতি নজর রাখেন সেইজন্য হারোণ এই নামগুলো সদাপ্রভুর সামনে তার দুই কাঁধের উপর বহন করবে।
13-14. সোনার তৈরী সেই জালি দু’টার সংগে দু’টা শিকল জুড়ে দেবে। খাঁটি সোনা দড়ির মত পাকিয়ে সেই শিকল দু’টা তৈরী করাতে হবে।