যাত্রাপুস্তক 23:17-22 পবিত্র বাইবেল (SBCL)

17. বছরে তিনবার করে তোমাদের সব পুরুষ লোক প্রভু সদাপ্রভুর সামনে উপস্থিত হবে।

18. “যখন তোমরা আমার উদ্দেশে পশুর রক্ত উৎসর্গ করবে তখন তার সংগে যেন কোন খামি-দেওয়া রুটি উৎসর্গ করা না হয়। পর্বের সময় আমার উদ্দেশে যে সব পশু উৎসর্গ করবে তার কোন চর্বিযুক্ত অংশ যেন সকাল পর্যন্ত পড়ে না থাকে।

19. তোমাদের ক্ষেত থেকে কেটে আনা প্রথম ফসলের সবচেয়ে ভাল অংশটা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘরে নিয়ে যাবে। ছাগলের বাচ্চার মাংস তার মায়ের দুধে রান্না করবে না।

20. “যে জায়গা আমি ঠিক করে রেখেছি সেখানে তোমাদের নিয়ে যাবার জন্য এবং পথে রক্ষা করবার জন্য আমি তোমাদের আগে আগে একজন দূতকে পাঠিয়ে দিচ্ছি।

21. তোমরা তাঁর কথা শুনবে এবং তা মেনে চলবে। তোমরা তাঁর বিরুদ্ধে মন তেতো কোরো না। তোমাদের বিদ্রোহ তিনি ক্ষমা করবেন না, কারণ আমিই তাঁর মধ্যে আছি।

22. তোমরা যদি তাঁর কথায় কান দাও এবং আমি যা যা বলেছি তা কর তবে আমি তোমাদের শত্রুদের শত্রু হব এবং যারা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব।

যাত্রাপুস্তক 23