যাত্রাপুস্তক 21:14-17 পবিত্র বাইবেল (SBCL)

14. যদি কেউ আগে থেকে ভেবে-চিন্তে ইচ্ছা করেই অন্য কাউকে মেরে ফেলে বেদীর কাছে গিয়ে আশ্রয় নেয়, তবে সেখান থেকেও তাকে ধরে এনে মেরে ফেলতে হবে।

15. “বাবাকে কিম্বা মাকে যে আঘাত করে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে।

16. “যদি কেউ কাউকে চুরি করে নিয়ে এসে বিক্রি করে দেয় কিম্বা যদি তাকে তার সংগে পাওয়া যায়, তবে অবশ্যই তাকে মেরে ফেলতে হবে।

17. “যার কথায় মা-বাবার প্রতি অশ্রদ্ধা থাকে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে।

যাত্রাপুস্তক 21