3. তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেনএবং দূরের শক্তিশালী লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বেআর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;তারা আর যুদ্ধ করতে শিখবে না।
4. প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই সেই কথা বলেছেন।
5. সব জাতিরা তাদের দেব-দেবতার শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর শক্তিতে কাজ করব।
6. সদাপ্রভু বলছেন, “সেই দিন আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দী হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি তাদের আমি এক জায়গায় জড়ো করব।
7. আমি খোঁড়াদের বাঁচিয়ে রাখব এবং তাড়িয়ে দেওয়া লোকদের করব একটা শক্তিশালী জাতি। আমি সদাপ্রভু সেই দিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করব।
8. হে ভেড়ার রাখালের পাহারা-ঘর, হে সিয়োন-কন্যার দুর্গ, আগের রাজ্য তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে; রাজা আবার যিরূশালেমে রাজত্ব করবে।”