1. শেষকালে সমস্ত পাহাড়ের মধ্যেসেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবে ॥য়5 যেখানে সদাপ্রভুর ঘর আছে।ছোট ছোট পাহাড়গুলোর চেয়েতাকে উঁচুতে তোলা হবে,আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
2. অনেক জাতির লোক এসে বলবে,“চল, আমরা সদাপ্রভুর পাহাড়ে উঠে যাই,চল, যাকোবের ঈশ্বরের ঘরে যাই।তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেনআর আমরা তাঁর পথে চলব।”তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবেআর যিরূশালেম থেকে বের হবে সদাপ্রভুর বাক্য।
3. তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেনএবং দূরের শক্তিশালী লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বেআর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;তারা আর যুদ্ধ করতে শিখবে না।